ফরিদগঞ্জ আগামী দিনের কান্ডারী আলহাজ্ব এম.এ হান্নানের হাত ধরেই বিএন’পি এগিয়ে যাবে: আব্দুল খালেক পাটোয়ারী
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গঠনে জন্য,জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আগামী দিনে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলা ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ফরম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার(২ই জুলাই ) বিকাল ৪টায় ফরিদগঞ্জ সাহেবগঞ্জ বাজার ঈদগা মাঠে।
উক্ত অনুষ্ঠানে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও অত্র ইউনিয়ন বিএনপি’র জয়েন সেক্রেটারি কাউছার আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক পাটওয়ারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাসুদুর রহমান খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল খালেক পাটোয়ারী বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্দেশনা ব্রিফিং করেন। নতুন সদস্যদের সদস্য ফরম পূরণ করার দিক মূলক নির্দেশনা দেন। এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ হান্নান কে ধানের শীষ প্রতীকে আমরা আগামী জাতীয় সংসদে এমপি হিসেবে দেখতে চাই।
Leave a Reply