গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ এর উদ্বোধন করলেন ডিসি আরিফ-উজ-জামান
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জের আয়োজনে আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
এর আগে জেলা প্রশাসক “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি — প্রাণিসম্পদে হবে উন্নতি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমন্ত্রিত সকলকে সাথে নিয়ে এক বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। পরে তিনি প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ মেলার প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন লাইভ স্টক পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে আগত উদ্যোক্তা ও খামারি ভাইদের সাথে সরাসরি কথা বলেন এবং প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক বিভিন্ন সহায়তা প্রদানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম, রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার। এরপর বক্তব্য রাখেন, খামারী গৌতম বিশ্বাস ও রেশমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ -জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম, রকিবুল হাসান।
গোপালগঞ্জ সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়াঙ্কা রানী মোদকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মোঃ সেলিম হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তা ও খামারিগণ সহ জেলায় বিভিন্ন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি সুন্দর ও সুচারুভাবে উপস্থাপন করেন, বিনামূল্যে উদ্যোক্তা এবং খামারীগণ কি কি সুবিধা পাবেন তা তিনি তুলে ধরেন। এছাড়াও প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার তিন (০৩) টি শিক্ষা (একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক স্কুল ও একটি মাদ্রাসার) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে গাভীর দুধ পান করানোর কর্মসূচির কথাও তুলে ধরেন।
এছাড়াও মেলায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নেওয়া উদ্যোক্তা ও খামারীরা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, উন্নত জাতের কুকুর ও বিড়াল সহ বিভিন্ন পশু-পাখির ডিম মেলায় প্রদর্শন করেন।
এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ যথাযথ ভাবে উদযাপিত হয়েছে।
Leave a Reply