কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
” দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা — গড়বে আগামীর শুদ্ধতা ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস -২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের পর মানব বন্ধন শেষে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটি। উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আঃ সাত্তার এর সভপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।
এ সময় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রকৌশলী সফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা – মোদাচ্ছের হোসেন ঠাকুর, সেখ আঃ মান্নান, আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া, সাংবাদিক – রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, রোভার স্কাউট ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply