পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন
-সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই দেশে পরিবর্তনের সূচনা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাশেরকান্দি মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও করেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুর ও কাশিয়ানীর সার্বিক উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। কৃষক, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের ভাগ্য পরিবর্তনে ধানের শীষই একমাত্র ভরসা।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের পথে এগিয়ে আসুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, সমাজসেবী টুটুল কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
#
Leave a Reply