নিজস্ব প্রতিনিধি:
গতকাল ২৭ মে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ এক বর্ধিত সভার আয়োজন করেন। বর্ধিত সভার সভাপতিত্ব করেন সহ-সভাপতি মলয় কান্তি বালা।
উক্ত সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সামদানী সকলের কাছে নাম প্রস্তাব করেন সভাপতি মোঃ আরকান শরীফ এবং সাধারন সম্পাদক জুনায়েত মাদবর কে করা হোক। সঞ্চালক সাহেব সকলের কাছে এক এক করে জিগাস করেন সকলে এক বাক্যে সমর্থন করেন গোলাম সামদানীর প্রস্তাব কে। এবং সকলের মতামতের ভিত্তিতে মোঃ আরাকান শরীফ কে সভাপতি এবং জুনায়েত মাদবর কে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন রিয়াদ জেলা যুবলীগ এর সভাপতি আবদুল জলিল রাজা।
বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ থেকে সহিদ মাদবর, কাজি নাজিবুল মোবারক, সহিদ মুন্সী, মান্নান মাদবর, আতিক উল্লাহ, রোকন মাদবর,
রিয়াদ মহানগর যুবলীগ থেকে উপস্থিত ছিলেন গাজি ওমর ফারুক, নিখিল কান্তি দাস, তারেক বাবুল, সোহেব সুমন, নুরুন নবি, জসিম উদ্দিন, আতাউর রহমান ইব্রাহীম, রাকিবুল ইসলাম রাকিব, আতিয়ার রহমান শেখ সহ অনেক নেতা কর্মী।
রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ থেকে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান শেখ, মিলন হাওলাদার, রিজাউল কারিম সহ অনেক নেতা কর্মী।
Leave a Reply