শহিদুল ইসলাম শহিদঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কেরু উচ্চবিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ৩০ ডিসেম্বর শুক্রবার বিদ্যালয়ের মাঠে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছিল। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ পেশায় সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী,ব্যবসায়ী কেউ আবার স্কুল কলেজের শিক্ষক আবার কেউ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নবীন প্রবিনদের মিলন মেলায় পরিনত হয়েছিল। প্রবীনেরা যেন ফিরে গিয়েছিলেন ছেলে বেলার সেই স্কুল বেলায়।দীর্ঘ দিন পরে প্রিয় বন্ধু বান্ধবী ও শিক্ষার্থীদের কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন তারা।কথা,গল্প, নাচ গান করে পুরোনো স্মৃতি চারন করেন করেন।দিনটিকে স্বরনীয় রাখতে প্রিয় বন্ধুদের সাথে তোলেন সেলফি। এসএসসি ১৯৮৮ সালের ব্যাচের ডাঃ চৌধুরী হিল্লোল, ডাঃ সালাউদ্দিন আহমেদ মিলন,বিশিষ্ট ব্যবসায়ী এলিচ,মোহাম্মদ আলী,রুহুল আমিন,মুকুল থাকেন রাজধানী ঢাকায়। তারা ঢাকা থেকে প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগ দিতে এসেছেন। তারা সকলে বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে এসে কয়েক যুগ পর সহপাঠী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে।দিন রাত কেটে গেছে নাচে গানে আড্ডায়। ১৯৮৮ ব্যাচের বন্ধুরা শাপলা পিকনিক কর্নারে পিকনিক করে নাচ গান, রাফেলড্রো করে আনন্দ উপভোগ করেছেন। ৮৮, ব্যাচের আমিরিকা প্রবাসি কাজী বাবু লিটন সার্বক্ষনিক বন্ধুদের সাথে কখনো অডিও কখনও ভিডিও কলে কথা বলে উৎস উদ্দীপনা যুগিয়েছেন।৮৮ ব্যাচের বন্ধুরা প্রিয় স্কুলের জন্য অর্থনৈতিক ও স্কুলের প্রাক্তন শিক্ষকদের জন্য উপহার হিসেবে চদর প্রদান করেন এবং স্কুলের মাঠের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। স্কুলের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন, মাইক্রোওভেন,ফ্রিজ,কেটলি প্রদান করেন। গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরুর কথা থাকলেও দর্শনা পৌর সভার মেয়র মতিয়ার রহমানের মৃত্যুতে মূল আয়োজন শুরু হয় দুপুরের পর,জাতীয় উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হয়। উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সাহাব উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর,স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর প্রমুখ।এ সময়ে বক্তারা বলেন ঐতিহ্যবাহী কেরু উচ্চবিদ্যালয় সোনার মানুষ তৈয়ারি করছে, তারা দেশ-জাতির উন্নয়নের জন্য অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।
Leave a Reply