গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগে ল্যাব উদ্বোধন
কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে নতুন ল্যাব ও ক্লাসরুম চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ফার্মেসি, সিভিল ও আর্কিটেকচার বিভাগের জন্য নবনির্মিত ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন করেন।
এ সময় ফার্মেসি বিভাগের সভাপতি ড. তরিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অহনা আরেফিন ও আর্কিটেকচার বিভাগের সভাপতি তানহা তাবাসসুম তিষা, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এসএম এস্কান্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply