হাইকোর্টের আদেশে বৈধতা পেলেন গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যা
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ২১৬ পগোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্যর নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান -এর সভাপতিত্বে রিয়াজ সরোয়ার মোল্যার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, এর আগে তথ্যগত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি গৃহীত হয়নি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্টের আদেশের ভিত্তিতে আজ তাকে নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ দেওয়া হয়।
এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ তলবউল্লাহ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈধতা পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে রিয়াজ সারোয়ার মোল্যা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,
“আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। যদি জয়ী হতে পারি, তবে গোপালগঞ্জের নিরীহ জনসাধারণকে সাম্প্রতিক মামলা-হামলার হয়রানি থেকে মুক্তি দিবো। এছাড়াও জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং স্থানীয় যুবকদের চাকুরির সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দিব।”
গোপালগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply