মুকসুদপুরে নূর ইসলাম বাকী শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত
মুকসুদপুর,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শিক্ষা অঙ্গনের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন মো. নূর ইসলাম বাকী। সম্প্রতি গুণী প্রধান শিক্ষক বাছাই-২০২৫ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি আলোচনায় এসেছেন।
মুকসুদপুরের ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এ সম্মান অর্জন করেন। বর্তমানে তিনি ৪৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সাল থেকে তিনি এই বিদ্যালয়ে কর্মরত আছেন। দীর্ঘ ১৬ বছরের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বিদ্যালয়কে আলোকিত প্রতিষ্ঠানে পরিণত করার অক্লান্ত প্রয়াসই তাঁকে এ সম্মানের আসনে বসিয়েছে।
নূর ইসলাম বাকীর শিক্ষা নেতৃত্ব কোনো নতুন বিষয় নয়। তিনি ২০২৩ ও ২০২৪ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক এ অর্জন তাঁর সুনামকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, নূর ইসলাম বাকী শুধু একজন শিক্ষক নন; তিনি একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা। তাঁর উদ্যোগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, পরিবেশ হয়েছে পরিচ্ছন্ন ও আকর্ষণীয়, আর শিক্ষা হয়েছে আনন্দময়।
তাঁর এ অর্জনে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ নূর ইসলাম বাকীকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন।
Leave a Reply