জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে
-সেলিমুজ্জামান সেলিম
নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ধানের শীষে ভোট দিলে গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে, ইনশাআল্লাহ। দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবারের নির্বাচন হবে ভোট বিপ্লবের নির্বাচন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার বাগাদিয়া গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রকৃত প্রতিনিধি হতে চাই। আপনারা যদি পরিবারসহ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেন এবং আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে শুধু মুকসুদপুর-কাশিয়ানী নয়, পুরো গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুটুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ বদিয়ার লস্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
#
Leave a Reply