গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত, ২০২২-২৩ অর্থবছরে, স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২১ আগস্ট (সোমবার) সকাল ১১ টায়, জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর পক্ষে, এ ডি সি
জোবায়ের আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ও ৩৭ টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানদের হাতে অনুদানের ৮ লক্ষ ৯১ হাজার টাকার চেক তুলে দেন।
এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুর রহমান ও সমাজসেবা সহকারী পরিচাল জুলফিকার আলী।
এছাড়া বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি – সাধারন সম্পাদক’বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply