মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
মুকসুদপুর ( গোপালগঞ্জ) থেকে মঈনুল ইসলাম শুভঃ
অধিকার, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন ” প্রতিপাদ্যের আলোকে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানুল ইসলাম শোভন, উপজেলা সাবরেজিস্টার নাজনীন আক্তার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল বাতেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শতাব্দী বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। জেন্ডার প্রমোটার মেহেরুমা তাবাসসুম ছোঁয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম , দৈনিক জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, প্রেসক্লাব মুকসুদপুর সভাপতি আমজেদ হোসেন আমোদ, সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ টুটুল মল্লিক, সাংবাদিক মোঃ ছিরু মিয়া, সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস, মেহের মামুন, বাদশা মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম। নারী উদ্যোক্তা লিপি কুন্ডা, কিশোর কিশোরী ক্লাবের সিনহা ইসলাম প্রমুখ।
Leave a Reply