কাশিয়ানীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ (শনিবার) পড়ন্ত বেলায় উপজেলার ভাটিয়াপাড়া এস বি টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা তাসলিম হুসাইন সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি এ্যাড, মিজানুর রহমান, জেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্লা, জেলা জামায়াতের কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশের খেলাফত মজলিস এর উপজেলা সভাপতি মুফতি ইমরান হোসেন, জামায়াতে নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।
এছাড়াও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়েদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্নাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জামায়াতে ইসলাম, বাংলাদেশের খেলা প্রথম মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply