গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলামের সঞ্চালনায় নগর সমন্বয় কমিটির উক্ত সভায় গোপালগঞ্জ পৌরসভার কার্যসম্পাদন সহায়তা কমিটির সদস্য (৩ ও ৪ নং ওয়ার্ড) সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, সদস্য (১৪ ও ১৫ নং ওয়ার্ড) গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সদস্য (১ ও ২ নং ওয়ার্ড) জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, সদস্য (১০ নং ওয়ার্ড) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, সদস্য (৫ ও ৬ নং ওয়ার্ড) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, সদস্য (১২ ও ১৩ নং ওয়ার্ড) জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, সদস্য (৯ ও ২১) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী মোল্লা, টিএলসিসির নারী সদস্যগণ, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সুমন্ত কুমার বিশ্বাস, ক্যাশিয়ার বিরাজ কুমার বিশ্বাস, হিসাব সহকারী রওশন হাবিব সুমন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল গোপালগঞ্জ পৌরসভার কার্যসম্পাদন সহায়তা কমিটির সকল সদস্যদেরকে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার অতিরিক্ত এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করায় কমিটির সদস্য এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ২০২৫–২৬ অর্থবছরের খসড়া পৌর বাজেট নিয়ে বিভিন্ন আলোচনা করেন। খসড়া পৌর বাজেট নিয়ে উক্ত আলোচনায় টিএলসিসি সদস্যবৃন্দ অংশগ্রহণ করে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। টিএলসিসি সদস্যদের মতামতের ভিত্তিতে উপস্থাপিত খসড়া বাজেট সংযোজন ও বিয়োজন এর মাধ্যমে আগামী বুধবার (২৩ জুন) বেলা ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত বাজেট ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এছাড়াও পৌরসভার সকল নাগরিক যেন বিনা হয়রানিতে পৌর সেবাগুলো সহজে নিতে পারেন সেদিকে খেয়াল রাখতে সদস্য সহ পৌর কর্মকর্তা- কর্মচারীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply