রামশীল ইউনিয়ন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩নং রামশীল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
বুধবার (১৮ জুন) বিকালে তিনি রামশীল ইউনিয়ন পরিষদে পৌঁছালে সেখানে থাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মাসুম বিল্লাহ।
এ সময় রামশীল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি সচিব সহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
এরপর উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন শেষে সেখানে বেশ কিছু সময় সেখানে অবস্থান করে সকলের সাথে কথাবার্তা বলেন এবং আন্তরিকতার সহিত জনগণকে নাগরিক সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply