মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
মোঃজহিরুল ইসলাম ঃ
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
জাতীয় ফল মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমূখ।
#
Leave a Reply