মুকসুদপুরে নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে
-জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান
সাকিবুর রহমান দ্বিপু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এইচ এস সি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে, কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই এইচ এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবং দায়িত্বরত কর্মকর্তাদের কঠোর নজরদারিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রমূখ।
এবছর মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ, জলিরপাড় বঙ্গরত্ন কলেজ, বাটিকামারী স্কুল এন্ড কলেজ, মুকসুদপুর কামিল মাদ্রাসা এই ৫টি কেন্দ্রে এইচ এস সি ২ হাজার ১৯ জন, আলিম ১’শ ২৩ জন, এইচ এস সি (টিবিএম) ৪৬ জন মোট ২ হাজার ১’শ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
#
Leave a Reply