ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসত ঘর ছাই
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড ভাটিরগাঁও আলাল বাড়ির মৃত ওসমান গনির ছেলে আয়ুব মোল্লার বসত ঘরে আগুন লেগে একটি বড় ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় চার লক্ষ টাকা ধারনা করা হচ্ছে।এঘটনা পহেলা জুলাই (মঙ্গলবার) সকাল নয়টার সময় ঘটে।
গৃহবধূ আয়ুব মোল্লার স্ত্রী কান্না জনিত কন্ঠে বলেন, আমি অনেক কষ্টে জীবন যাপন করিতেছি, আমার এই ছোট্ট দো-ছালা বসত ঘরটি ছাড়া আর কোন বসত ঘর নাই। আমার এই ঘরটির ৩০ থেকে ৪০ ফিট লম্বা ছিল। আমি আমার স্বামী ছেলে-মেয়েদেরকে নিয়েই এই ছোট্ট ঘরে বসবাস করে ছিলাম। আমার এই ঘর টুকু ছাড়া আর কোথাও কোন জাগার সম্পত্তি নেই। আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন পথ নেই। আমি এনজিওর থেকে টাকা ঋণ করে ঘরের অনেক কাজ করেছি। গৃহবধু আরো বলেন আমার ঘরে নগদ টাকা, স্বর্ণ অলংকার, ফ্রিজ, বাড়ির জমিনের দলিল পত্র,ঘরের আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঐ বাড়ির স্থানীয় লোক খোকন সর্দার বলেন আমরা কমপক্ষে ১৫ টি পরিবার এখানে বসবাস করি। হটাৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় তখন দ্রুত আমার জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানালে ফায়ার সার্ভিসে কর্মী ও পুলিশ ঘটনার স্থলে আসার আগে আমরা স্থানীয় লোকজন আগুন নিবাতে সক্ষম হই।
এদিকে ফরিদগঞ্জ থানার এসআই জাকির বলেন আমরা খবর পেয়ে বাড়িতে ঘটনার স্থান পরিদর্শন করেছি, এবং সবার কাছ থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তারও তথ্য আমরা নিয়েছি। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা ধারণা করতে পারি না।
ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন ও কামরুল হাসান বলেন আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে,পরে আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকা হতে পারে।
Leave a Reply