গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা এবং গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মাহবুব আলী সোহেলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার (২ জুলাই) সন্ধ্যার আগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ সাজেদুর রহমান জেলা শহরের মোহাম্মদপাড়াস্থ নিজ কার্যালয় থেকে মাহবুব আলী সোহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ সম্পর্কে জানা যায়নি। তবে, পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম. মাহবুব আলী সোহেলকে ডিটেনসন আইনের আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। তার ভাতিজা জেলা যুবদল নেতা মোঃ ইফতেখার ইফতি আলীকেও ডিটেনসন আইনে কারাগারে আটক রাখা হয়েছে বলে জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। মাহাবুব আলী সোহেল গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মনসুর আলীর ছেলে। গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান বলেন, মাহবুব আলী সোহেল বিএনপির একজন পরীক্ষিত নেতা। তাকে গ্রেফতার করায় গোপালগঞ্জ জেলা বিএনপি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। আমরা মাহবুব আলী সোহেল ও তার ভাতিজা মো: ইফতেখার আলী ইফতির মুক্তি চাই। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এভাবে বিনা বিচারে আটক রাখা ষড়যন্ত্র ও হয়রানিমুলক এবং উদ্দেশ্য প্রনোদিত। গোপালগঞ্জ জেলা বিএনপির অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগামী শুক্রবার (৫ জুলাই) জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে। সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় এক নেতার বিরাগভাজন হওয়ায় মাহবুব আলী সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তার ভাতিজাকেও একই কারনে কারাগারে আটক রাখা হয়।
এদিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ সাজেদুর রহমানকে গোপালগঞ্জের সাংবাদিকরা জেলা বিএনপি নেতা সোহেলকে গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেলকে ডিটেনসন আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply