মুকসুদপুরে ফিউচার ফোরামের
মাদক বিরোধী রেলি
খান মাহমুদ রাজুঃ
মাদকমুক্ত স্বপ্নের বালিয়াকান্দি গড়তে ও গ্রামবাসীকে সচেতন করতে গোপালগঞ্জের মুকসুদপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফিউচার ফোরামের মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকালে মুকসুদপুরের বালিয়াকান্দি ফিউচার ফোরামের উদ্যোগে একটি রেলি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জলিরপাড় বঙ্গরত্ন কলেজের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান টিটু,
বালিয়াকান্দি ফিউচার ফোরামের ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ জুবায়ের মোল্লা, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রবিউল মোল্লা,
কার্যনির্বাহী সদস্য বাপ্পি, পিয়াল, শাকিল আরাফাত, হাসিব, রোহানসহ অনেকে।
#
Leave a Reply