এসএসসিতে ১২২২ ও ১১৯১ পেয়েছে মুকসুদপুরের শিক্ষার্থী ফারহানা ও আরিশা
,মুকসুদপুর,গোপালগঞ্জ:
এসএসসিতে ফারহানা ফরহাদ ১২২২ ও আরিশা রহমান ১১৯১ নম্বর পেয়েছে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুই বান্ধবির স্বপ্ন চিকিৎসক হওয়া ।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ ও ১১৯১ পেয়ে ব্যতিক্রমী কৃতিত্ব দেখিয়েছে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ ও আরিশা রহমান।
ফারহানা ফরহাদ মুকসুদপুরের চন্ডিবরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী গোলাম ফরহাদ রিপন সরদারের মেয়ে ও আরিশা রহমান একই গ্রামের সমাজসেবী ব্যবসায়ী হাদিউর রহমান দিপু মিয়ার মেয়ে।
শুধু ভালো ফল নয়, ফারহানা ও আরিশার চোখে একটাই স্বপ্ন—চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।
তাদের এই স্বপ্নপূরণে দেশবাসীর দোয়া চেয়েছে ফারহানা ও আরিশার পরিবার।
তোমরা বড় হও —তোমাদের ইচ্ছের আকাশ ছুঁয়ে যাক- এমন প্রত্যাশা, স্কুল শিক্ষকদের।
#
.
Leave a Reply