গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জুলাই/২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসন জিরো টলারেন্স, পৌরসভার বৈধ ইজারাদার কর্তৃক নিযুক্ত প্রতিষ্ঠানের কর্মীরাই কেবল নির্দিষ্ট পোশাক পরে নির্দিষ্ট স্থান থেকে সরকার নির্ধারিত পৌর টোল আদায় করতে পারবেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি ইজিবাইক ও মাহেন্দ্র যানবাহনের ডানপাশে বেরিকেড স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশনা দেন, সড়ক আইন বাস্তবায়ন, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন চালকদের এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদেরকে আইনের আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়, এছাড়া সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে, সরকার নিষিদ্ধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেকু মেশিন দিয়ে কৃষি জমির শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, অতি সম্প্রতি চাঁদাবাজিকে কেন্দ্র করে দেশে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গোপালগঞ্জে কোন ধরনের চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক না কেন? চাঁদাবাজদের মদদ দাতাদেরকেও কোন আশ্রয় -প্রশ্রয় দেওয়া হবে না, ইতোমধ্যেই একজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে, বাকি রাও নজরদারিতে রয়েছে যেকোনো সময় গ্রেপ্তার হবে। এ সংক্রান্তে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে ও কঠোর নির্দেশনা রয়েছে। এছাড়া সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন মসজিদ-মন্দির চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে কোটালীপাড়ার মন্দির চুরির ঘটনায় ইতোমধ্যেই দোষীদের কে আইনের আওতায় এনেছেন বলে জানান, এ সময় তিনি কমিটির নেতৃবৃন্দদেরকে সম্ভব হলে মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া অথবা কমিটির সহযোগিতায় সেখানে পাহারাদারের ব্যবস্থা রাখার পরামর্শ দেন। এসময় পুলিশ সুপার আক্ষেপ করে বলেন, ইদানিং জেলায় অপ্রাপ্ত বয়স্ক কিশোরী বা শিক্ষার্থীরা না বুঝে প্রেমে জড়িয়ে প্রেমিকের হাত ধরে বাড়ী থেকে পালিয়ে যাচ্ছে, এছাড়া গোপালগঞ্জে পরকীয়ায় আসক্তির ফলে নানা ধরনের সামাজিক অবক্ষয় ঘটতে শুরু করেছে যা সত্যি উদ্বেগ জনক। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন নিজের হাতে না তুলে সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল জেড এম মাবরুকূল ইসলাম, মেজর ইমরান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এনএসআই -এর উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাস্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ সরকারি কলেজ, অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক কাজী শরীফুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাজেদুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ, জেলা কারাগারের জেলার তানিয়া, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সদস্য এ্যাড. তৌফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কাওছার আহমদ, রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, কোর্ট জামে মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান দাড়িয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বেলাল হোসেন (আরিয়ান), গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply