1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
​গোপালগঞ্জে গণফোরামের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের কর্মিসভা ‎“যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়” —আলহাজ্ব এম.এ.হান্নান ‎ কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ কয়ায় জনমনে স্বস্তি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য – সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু সেলিমুজ্জামানের সাকিবুর রহমান দ্বিপু ঃ গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন যুব কার্যনির্বাহী কমিটির অনুমোদন গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দাজ্জালের ফিতনা ও আধুনিক প্রযুক্তি (AI): কোরআন, হাদিস ও বাস্তব বিশ্লেষণ

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০১ Time View

দাজ্জালের ফিতনা ও আধুনিক প্রযুক্তি (AI): কোরআন, হাদিস ও বাস্তব বিশ্লেষণ

মোঃ নাঈম হোসেন,জেলা প্রতিনিধি,চাঁদপুর:
ইসলামের দৃষ্টিতে দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক ফিতনা। রাসূলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে বারবার তাঁর উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। বর্তমান যুগে প্রযুক্তির ব্যাপক বিস্তার — বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, ডিপফেক প্রযুক্তি — অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন এগুলো দাজ্জালের ফিতনার হাতিয়ার হতে পারে।

এই বিশ্লেষণে আমরা বিষয়টি কোরআন, হাদিস এবং আধুনিক বাস্তবতার আলোকে ব্যাখ্যা করব।

দাজ্জালের পরিচয় ও তার ফিতনা

হাদিসে দাজ্জালের বর্ণনা:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
“তোমাদের মধ্যে যারাই জীবিত থাকবে, তারা অবশ্যই দাজ্জালকে দেখবে। সে এমন এক ফিতনা নিয়ে আসবে, যা পূর্বের কোনো ফিতনার তুলনায় কিছুই নয়।”
(সহিহ মুসলিম: ২৯৩৭)

দাজ্জালের ফিতনার বৈশিষ্ট্য:

✅ ভয়ানক ধোঁকাবাজি ও মিথ্যাচার।
✅ নিজেকে খোদ বা আল্লাহর প্রতিনিধি দাবি করা।
✅ অদ্ভুত ক্ষমতা দেখানো — যেমন বৃষ্টি বর্ষণ, মৃত জীবিত করা ইত্যাদি।
✅ মানুষকে বিভ্রান্ত করা ও ঈমান নষ্ট করা।

আধুনিক প্রযুক্তি ও দাজ্জালের ফিতনা:

বর্তমান বিশ্বের প্রযুক্তির বৈশিষ্ট্য:

🔸 কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে মানুষের মতো কথা বলা ও আচরণ।
🔸 ডিপফেক ভিডিও বানিয়ে যেকোনো ব্যক্তির নামে মিথ্যা প্রচার।
🔸 রোবট ও হিউম্যানয়েড প্রযুক্তি দিয়ে বাস্তবের মতো মানুষ তৈরি।
🔸 ভার্চুয়াল রিয়ালিটি ও মেটাভার্সের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা।
🔸 বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে মানুষের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ।

ইসলামিক চিন্তাবিদদের মতামত:

অনেক স্কলার মনে করেন, এসব প্রযুক্তি:

✔ সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে তা দাজ্জালের ফিতনার প্রস্তুতি হতে পারে।
✔ মানুষকে সত্য-মিথ্যার বিভ্রান্তিতে ফেলতে পারে।
✔ মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

কোরআনের দৃষ্টিকোণ

আয়াত:

“যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা কেবল অনুমান করে এবং মিথ্যা বলে।”
(সূরা আল-আন’আম: ১১৬)

ব্যাখ্যা:

বিভ্রান্তি ছড়ানো, সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য হারিয়ে ফেলা — এগুলো দাজ্জালের ফিতনার গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক প্রযুক্তি ভুলভাবে ব্যবহার করলে ঠিক এই বিভ্রান্তি সৃষ্টি হয়।

রাসূলুল্লাহ (সা.) এর সতর্কতা ও করণীয়

হাদিস:

“যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।”
(সহিহ মুসলিম: ৮০৯)

করণীয়:
✅ কোরআনের শিক্ষা গ্রহণ করা।
✅ প্রযুক্তির ভালো দিক ব্যবহার করা, খারাপ দিক থেকে দূরে থাকা।
✅ আলেমদের পরামর্শ অনুযায়ী ধর্মীয় জ্ঞান ও প্রযুক্তি দুটোই রক্ষা করা।

ইসলাম কি প্রযুক্তির বিরোধিতা করে?

না, ইসলাম প্রযুক্তির বিরোধিতা করে না। বরং প্রযুক্তি যেন নৈতিক ও মানবকল্যাণে ব্যবহৃত হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়। যেমন:

“তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো।”
(সূরা আল-বাকারা: ১৪৮)

তাই:

🔹 AI বা প্রযুক্তি ভালো কাজে লাগানো উচিত।
🔹 খারাপ উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করলে তা ফিতনা হয়ে যায়।
🔹 ঈমান, সতর্কতা ও জ্ঞান ছাড়া প্রযুক্তি বিপজ্জনক হতে পারে।

পরিশেষে:
➡ দাজ্জাল নিজে কোনো প্রযুক্তি নয়, তবে প্রযুক্তি হতে পারে তার বিভ্রান্তির হাতিয়ার।
➡ ইসলামি শিক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার, এবং কোরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনা করাই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়।
➡ সূরা কাহাফ, কোরআন অধ্যয়ন এবং ঈমানকে মজবুত রাখার জন্য সকলের প্রতি আহ্বান।

আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা এবং প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করুন। আমীন।

প্রভাষক, আই সি টি
মো: মোবারক করিম খান
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho