গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত হবে, নিরীহ লোক যাতে হয়রানি না হয়: উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে গত ১৬ জুলাই এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘটিত সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জের জেলখানা সহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানএবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এ ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত করবো, নিরীহ লোক যাতে হয়রানি না হয় সে বিষয়ে আমাদের নজর থাকবে। অনেকে নিহত ও আহত হয়েছেন এটা খুবই দুঃখজনক। আমরা জেলখানা, ‘জুলাই শহীদের’ স্মৃতিস্তম্ভ, এনসিপির সমাবেশস্থল ইতোমধ্যেই পরিদর্শন করেছি, যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে তিনি আরো বলেন, ভবিষ্যতে আর যেন এরকম ঘটনার পুনঃরাবৃত্তি না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। ব্যবসা-বানিজ্যে যাতে বাধাগ্রস্থ না হয় আমরা সেদিকেও খেয়াল রাখবো।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় সাংবাদিকদের সাথে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান ওই দিন সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জে পৌঁছে তাঁরা প্রথমে সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন।
এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সেখানকার খোঁজখবর নেন তারা। পরে ভাংচুর হওয়া ‘জুলাই শহীদের’ স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা, শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং এনসিপির পূর্ব নির্ধারিত সভাস্থল পৌর পার্ক এলাকা ঘুরে দেখেন।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, দৈনিক গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান, জেলার তানিয়া জামান ও দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে গত ১৬ জুলাই এনসিপির লংমার্চ টু গোপালগঞ্জ পদযাত্রাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সাথে বিক্ষুদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক, ব্যবসায়ী, রিক্সাচালক, অটোচালক সহ ৫ জন নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় তাদের পরিবারের সাথে উপদেষ্টাগণ সাক্ষাৎ না করায় এবং গোপালগঞ্জে এ ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় ছোট-বড় সকলকে অন্যায় ভাবে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখায় ইতোমধ্যেই কোটালীপাড়া এনসিপির নেতা, জেলা-উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাতে দেখা গেছে।
Leave a Reply