গোপালগঞ্জে মাঝিগাতির ইউপি চেয়ারম্যান মুকুল খান আর নেই
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধ :
আজ /০১/০৮/২০২৫ রোজ শুক্রবার রাত ২:২০মিনিটের সময় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!!!
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান ( মুকুল খাঁ )
মরহুমের নামাজে জানাযা এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন আজ শুক্রবার ১ আগস্ট আসর নামাজের পরে মাঝিগাতী বাজার সংলগ্ন স্কুল ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরে তার পৈতৃক বাসস্থান কোনাগ্রাম মাঝিগাতীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ।
বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান হিসেবে তার অবদান এলাকাবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিবেদিত ছিলেন এবং এলাকার মানুষের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি ।
Leave a Reply