কোটালীপাড়া থানায় নতুন ওসি হিসেবে যোগ করলেন হাফিজুর রহমান
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাফিজুর রহমান। গত সোমবার (১১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ওসি হাফিজুর রহমান এর আগে দেশের বিভিন্ন থানায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
যোগদানের পর ।
ওসি হাফিজুর রহমান বলেন, “কোটালীপাড়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে কোন ছাড় দেওয়া হবে না।”
জানাগেছে, ওসি হাফিজুর রহমান ২০০৫ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টার হিসেবে পুলিশে যোগদান করে এক বছরের মৌলিক প্রশিক্ষণ ও ২ বৎসরের শিক্ষানিবেশ কোর্স শেষ করেন। এরপর তিনি দেশের বিভিন্ন থানায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে হাফিজুর রহমান সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। তিনি এর আগে গোপালগঞ্জের কাশিয়ানী এবং গাজিপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
ওসি হাফিজুর রহমান জগন্নাথ বিশ্বদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন। তার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক তিনি।
Leave a Reply