ফরিদগঞ্জে আল-আজহার একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ নাঈম হোসেন পালোয়ানঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী আল-আজহার একাডেমি প্রাঙ্গণে শনিবার (১৬ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজন একাডেমি চত্বরে সৃষ্টি করে এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মমিন বেপারী। প্রধান অতিথি ছিলেন একাডেমির পরিচালক মোঃ আলাউদ্দিন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন (মানিক), মোঃ আবুল কালাম আজাদ, আল-আমিন হোসেন (শিহান), মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মিলন।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুল ইসলাম মিজি এক উজ্জীবনী বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। এরপর একে একে শিক্ষার্থীরা পরিবেশন করে পবিত্র কোরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান, ইসলামী সংগীত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও নাটক। মঞ্চজুড়ে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ, করতালিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
সাংস্কৃতিক পর্ব শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের মাঠে রোপণ করা হয় নানা প্রজাতির গাছের চারা। পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে অতিথিরা বলেন—“আজকের এই গাছই আগামী প্রজন্মকে দেবে প্রাণের অক্সিজেন।”
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় আনন্দ, শিক্ষা ও পরিবেশ সচেতনতার এক মহোৎসবে।
Leave a Reply