মুকসুদপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভা
সাকিবুর রহমান দ্বিপু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সরকারি মুকসুদপুর কলেজ মিলনায়তনে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
ওই অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খান,সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি।
সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহাসিন মোল্যার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী হাসিব রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন,যুগ্ম সম্পাদক নাজমুল, যুগ্ম মিনাল মাতুব্বর, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনির, সহ সম্পাদক জাহিদুল সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন শিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সভাপতি মারুফ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিলয় ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক তানভীর, যুগ্ম সম্পাদক তামিম হোসেন, ছাত্রদল নেতা কানিজ ফাতেমা, অপু, শান্ত, নিহাদ,অনিক,মেহেদী, শাকিল প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশনেত্রীর ত্যাগ ও সাহসিকতা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।”
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
#
Leave a Reply