ফরিদগঞ্জে কাঁচা সড়ক পাকাকরণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন উত্তর সাহাপুর এলাকায় গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৩ আগস্ট) বাদ যোহর উত্তর সাহাপুর আঞ্চলিক সড়কে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাহাপুর মো. চৌধুরী গাজি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মমিন হোসেন, সমাজসেবক ও সাংবাদিক সাঈদ আনোয়ারসহ অনেকে।
বক্তারা জানান, আনন্দ বাজার থেকে রাঁড়ী বাড়ি হয়ে শেখ বাড়ির সামনে পর্যন্ত ইউনিয়ন পরিষদমুখী প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় প্রায় ৪ শত ফুট সড়ক সলিং করা হলেও বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় গর্ত ও কাদা জমে যায়। এতে যানবাহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হয় এবং নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
তারা অভিযোগ করেন, সংশ্লিষ্টদের নজরদারির অভাবে সড়কটি যুগের পর যুগ অবহেলিত অবস্থায় পড়ে আছে। বক্তারা দ্রুত এ সড়ক পাকাকরণ ও সংস্কারের মাধ্যমে দুর্ঘটনা রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
Leave a Reply