টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে লাশ উদ্ধার
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় মধুমতি নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। অজ্ঞাতনামা লাশের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
পরে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। থানা থেকে অজ্ঞতানামা লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার ওসি জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশটি নদী থেকে উদ্ধারের সময় থানা-পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যবৃন্দ এবং টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম এর মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply