গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তিনি সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন। গোপালগঞ্জ জেলা পরিষদের বাস্তবায়নে উক্ত কলেজ ক্যাম্পাসে এ মসজিদ নির্মাণ হবে বলে জানা গেছে।
এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মহব্বত আলী, গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান সহ কলেজের অন্যান্য শিক্ষকগণ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply