আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী করতে হবে
-সেলিমুজ্জসমান সেলিমের
মুন্সি আশিকুর রহমান মুন্সি ঃ
আগামী সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, ” ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তবে তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গনতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।”
শনিবার (৩০ আগস্ট) বিকালে মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি মাহবুবুল আলম হিরু, আব্দুল আউয়াল ফকির, মর্তুজা মৃধা, পশারগাতী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালেহ, পশারগাতী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সোয়েবুর রহমান সালমিন মিয়া।
সভাপতিত্ব করেন পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান মিয়ার এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন।
কর্মি সভায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
Leave a Reply