ফরিদগঞ্জে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা
মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ গত পাঁচ মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকাটি এখন মশার প্রজননের নিকৃষ্ট আবাসস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এই দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
সরাসরি গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ সড়কটি পুরোপুরি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানিতে নিমজ্জিত। পানিতে মশার লার্ভা ভেসে বেড়াচ্ছে, যা এলাকাবাসীর জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, উপজেলার প্রশিক্ষণ কেন্দ্র ইউআরসি (উপজেলা রিসোর্স সেন্টার) এর কারণে প্রতিদিন শত শত শিক্ষককেও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চলতি বছরের এপ্রিল মাস থেকে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন নোংরা পানির ভেতর দিয়ে হাঁটতে তাদের খুবই কষ্ট হয় এবং এতে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে।
বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম বলেন, “আমরা পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা জানান, “বিষয়টি শিক্ষা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।”
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান বলেন, “স্কুলের সড়কটি নিয়ে পৌর প্রশাসনের সাথে আলোচনা করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করবে।
Leave a Reply