কাশিয়ানীতে উৎসবমুখর নৌকা বাইচের আয়োজন
আশিকুর রহমান মুন্সি ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) রোদ্রজ্জ্বল বিকালে
কাশিয়ানীর হোগলাকান্দি-চকবন দোলা
কুমার নদে হোগলাকান্দি-চকবন দোলা
গ্রাম এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করে।
চমৎকার রোদ্রজ্জ্বল বিকালে নদীর দুই পাড়ে মানুষের ঢল নেমেছিল। শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণরা- সবাই যেন হারিয়ে গিয়েছিল উৎসবের আনন্দে।
প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন এলাকার দলগুলো নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মরিয়া ছিল। প্রতিটি দাঁড় মারার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল স্লোগান আর ঢোলের তালে তালে মাঝিদের উদ্দীপনামূলক গান। দর্শকরা উৎসাহ দিতে দিতে নদীর তীরে নাচে-গানে মেতে উঠেছিল।
প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুৃুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাগর মজুমদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সালাহউদ্দীন রাজ্জাক।
উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
উৎসবকে ঘিরে আশপাশের এলাকায় মেলা বসে যায়। স্থানীয় পিঠা, খেলনা, বাঁশির সুর আর নানা রকম দোকানপাট যেন আরও বাড়িয়ে দিয়েছিল আনন্দের রঙ। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছিল এক মিলনমেলা।
#
Leave a Reply