ফরিদগঞ্জে মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ, ৪ দিনেও খোঁজ নেই
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ আমেনা বেগমকে এখনও খুঁজে পাওয়া যায়নি। চার দিন কেটে গেলেও নেই কোনো খোঁজ। স্বজনরা এখনো অপেক্ষায়—ফিরে আসবে প্রিয় মানুষটি।
গিয়েছিলাম সাহেবগঞ্জ খন্দকার বাড়িতে। সেখানে স্বামী, পুত্রবধূ, মেয়ের জামাইসহ পরিবারের সদস্যরা জানালেন নিখোঁজ হওয়ার দিনটির কথা।
কালো বোরকা পরে বড় মেয়ে বিউটি বেগমের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন আমেনা বেগম। তারপর থেকেই তিনি নিখোঁজ। চার দিন ধরে খুঁজেও কোনো খোঁজ মিলছে না।
পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। তার মধ্যেই দুই মেয়ে জেলা সদরের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাদের মাকে। তবুও নেই কোনো সাড়া।
দুই মেয়ে, দুই ছেলের মা আমেনা বেগমকে হারিয়ে স্বজনরা দিশেহারা। প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষায় কেটে যাচ্ছে প্রতিটি মুহূর্ত। যোগাযোগ নাম্বার 01734160879
নিঃস্ব পরিবার, বুকভাঙা কান্না-হয়তো আপনার দেয়া একটি খোঁজই ফিরিয়ে দিতে পারে তাদের প্রিয়জনকে।
Leave a Reply