কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার কোটালীপাড়া থানার উদ্যোগে থানা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজা চলাকালীন সকল মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ বছর কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সভায় উপস্থিত সকলেই প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply