মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ দেহ সুন্দর মন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে দু’দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদৎ আলী মোল্লা। প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, শৃঙ্খলাবোধ জাগ্রত করে এবং সুস্থ দেহে সুন্দর মন গঠনে সহায়ক ভূমিকা রাখে।
#
Leave a Reply