বিএনপির কেন্দ্রীয় নেতা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের জড়িয়ে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্রমুলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) কে জড়িয়ে ATN News ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্রমুলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ডে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু) স্বাক্ষরিত প্রেস নোট পাঠ করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, সেপ্টেম্বর মাসের গত ২৬ তারিখ ২০২৫, ATN News এবং ২৮ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় নেতৃবৃন্দরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছি। শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছি। তবুও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”
নেতৃবৃন্দরা আরও জানান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর উপজেলায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও জনসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন।
তাদের অভিযোগ, দলের এই ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু সুযোগসন্ধানী ও বিপথগামী ব্যক্তি বিশেষ করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছেন। তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তারা আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি বলে জোর দাবি করেন এবং তা প্রমাণের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন সহ যাদের ঘরবাড়ি ভাংচুর এবং গাছপালা কর্তন ও আর্থিক লেনদেনের অভিযোগ জানিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলে প্রকৃত সত্য ঘটনা সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রকাশের জন্য বিশেষ অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে ও প্রভাকরদী এলাকায় ঘটনা স্থল পরিদর্শনে মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সারমাত, প্রথম আলো’র জেলা প্রতিনিধি নুতন শেখ, দৈনিক সমকাল ও বাংলা ভিশন টিভি প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি ও বর্তমান গোপালগন্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোস্তফা জামান, এশিয়ান টিভির প্রতিনিধি তানভীর হাসান সৈকত, দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিনিধি কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply