দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে হবে – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে। তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান- এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে।”
এসময় তিনি দীগনগর বাজার, রাঘদী চরপ্রসন্নদী, হরিশ্চর, বিশ্বনাথপুর গোহালা, গোহালা মালোপাড়া, ষোলঘরিয়া, বরইহাট উত্তরপাড়া, বরইহাট কাপালীপাড়া, বাঘাদিয়া কালীমন্দির, বাঘাদিয়া মন্ডলবাড়ি, বাটিকামারী মালোবাড়ি, উত্তরপাড়া ও সাহাবাড়িসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টুসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎসজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
#
Leave a Reply