মুকসুদপুরে বিএনপির ৩১ দফা প্রচারণা
মোঃনাসির খান ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ছাগলছড়া ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন পয়েন্টে এ লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে অংশ নেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান এবং যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান খান উপস্থিত ছিলেন।
নেতারা জানান, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
#
Leave a Reply