মুকসুদপুরে বিএনপির ৩১ দফা প্রচারনা লিফলেট বিতরণ
সাইদুর রহমান টুটুল মল্লিকঃ
গোপালগন্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মুকসুদপুরের মাটিয়াব্রিজ বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমুজ্জান সেলিম ভাইয়ের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার লিয়াকত, উপজেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদুল সরকার (শ্রাবণ), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের অপূর্ব সরদার, রাহাত মাতুব্বর, আসিফ শেখ, চন্দন শেখ, রমজান মোল্লা, মারুফ শেখ, হৃদয় নিয়া, হাসিব মোল্লাসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
Leave a Reply