মুকসুদপুরে ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণমিছিল
তৃণমূলের উদ্যোগে জাগছে গণতন্ত্র ও পরিবর্তনের বার্তা
আশিকুর রহমান মুন্সি ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে। তাদের হাতে লিফলেট, মুখে পরিবর্তনের আহ্বান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার বিকেলে পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া বাজারে অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণ ও গণমিছিল।
এ কর্মসূচির আয়োজন করে পশারগাতী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। পুরো উদ্যোগটি বাস্তবায়িত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, কার্যনির্বাহী সদস্য মোঃ গোলাম মাওলা, পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক কাজী মোতাচ্ছের হোসেন, সিনিয়র সহসভাপতি ওলিয়ার রহমান, ফাকু কাজী, পৌর মহিলাদলের সভানেত্রী জাহানারা, পশারগাতী মহিলাদলের সভানেত্রী মুক্তা খানম, যুগ্ম সম্পাদক ফারজানা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়নসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান বলেন, মানুষের কাছে তারেক রহমানের প্রস্তাব তুলে ধরা মানে কেবল রাজনীতি নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে আমরা মানুষের কাছে সত্য, অধিকার আর আশার কথা পৌঁছে দিতে মাঠে নেমেছি।
রাজনৈতিক মতভেদ থাকলেও একটি বিষয়ে স্থানীয়দের ঐকমত্য পরিবর্তন দরকার, ন্যায়ের ভিত্তিতে গড়া রাষ্ট্র দরকার।
তৃণমূলের এই লিফলেট বিতরণ ও গণমিছিল কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি যেন মানুষের মনে আলোর শিখা জ্বালানোর এক মানবিক প্রয়াস। কারণ, গ্রামীণ বাংলার এই মানুষগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত বাংলাদেশ আর তাদের হৃদয়ে জাগানো সচেতনতাই হতে পারে মানবিক রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপ।
#
Leave a Reply