ফরিদগঞ্জে আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা ও পৌর বিএনপির গণমিছিল
মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, পৌর মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা মিছিলটি শুরু করেন।
গণমিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।
প্রধান বক্তা ছিলেন সাবেক পৌর মেয়র ও সাবেক ভিপি মঞ্জিল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোঃ খছরু মোল্লা, ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর রহমান নূর, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইউনুস বেপারী, পৌর শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম (পিঙ্কু কাজী), সাধারণ সম্পাদক জিয়া, পৌর মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম, পৌর কৃষক দলের আহ্বায়ক মাসুদুর রহমান পাটোয়ারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,“ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু একটি কুচক্রী মহলের কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। আজকের এই গণমিছিল থেকে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আলহাজ্ব এম এ হান্নান সাহেবকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন,“দীর্ঘদিন ধরে আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের দায়িত্বে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাই ফরিদগঞ্জবাসীর একটাই দাবি — জনজরিপে জনপ্রিয় এই নেতাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে।”
Leave a Reply