মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল
মাহমুদ খান রাজু ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বিকেলটা ছিল অন্য রকম। ঢোল-ঢাকের শব্দ না থাকলেও জনতার হাঁকডাক, স্লোগানের তালে তালে গুঞ্জন উঠেছিল পুরো এলাকা জুড়ে। হাতে লিফলেট, মুখে পরিবর্তনের আহ্বান- এই সুরেই বুধবার (১৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’ জনসাধারণের কাছে পৌঁছে দিতে এ আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। পুরাতন মুকসুদপুর থেকে শুরু হয়ে ঢাকা–খুলনা মহাসড়কের দাশেরহাট আকিজ জুট মিল পর্যন্ত মিছিল ঘুরে আবার ফিরে আসে শুরুর স্থানে।
পথজুড়ে নানা বয়সী নেতাকর্মীর মুখে শোনা গেছে“পরিবর্তন চাই, ন্যায়ের রাষ্ট্র চাই।” গ্রামীণ জনপদে অনেকেই মিছিল দেখে থমকে দাঁড়িয়েছেন, কেউ কেউ হাতে নেওয়া লিফলেট পড়ে আগ্রহ দেখিয়েছেন প্রস্তাবগুলোর প্রতি।
এই কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তাঁর নির্দেশনা অনুযায়ী গোবিন্দপুর ইউনিয়নের স্থানীয় নেতারা এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক এম মিঠু লস্কর, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা মাহবুব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, জেলা যুবদলের সদস্য দিপু লস্কর, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার নিজামউদ্দীন মুন্সী, দেলোয়ার হোসেন ফকির, উপজেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
গোবিন্দপুরের এই উদ্যোগ যেন গ্রামীণ রাজনীতিতে নতুন এক সাড়া ফেলেছে। নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ আর সাধারণ মানুষের আগ্রহ মিলিয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে স্থানীয় রাজপথ।
#
Leave a Reply