অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান
– বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের
সাকিবুর রহমান ঃ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের লখাইরচর সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লখাইরচর রাধা গোবিন্দ মন্দিরের উপদেষ্টা স্বপন কুমার সাহা। সঞ্চালনা করেন সজল সাহা কাজল ও সাধারণ সম্পাদক অখিল কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ওলিয়ার রহমান মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন মুন্সী বালা, যুগ্ম সম্পাদক লিটু শিকদার ও মতিউর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, যুগ্ম সম্পাদক জোবায়ের আহম্মেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা প্রমুখ।
পুরো গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। কেউ নামজপে নিমগ্ন, কেউ বা প্রসাদ রান্নায় ব্যস্ত। শিশুদের হাসি-খেলায় মুখর চারপাশ, ধূপ-ধুনোর গন্ধ আর ঘণ্টাধ্বনিতে ভরে উঠেছে বাতাস।
#
Leave a Reply