ইমাদ পরিবহনের অনন্য উদ্যোগ: ব্যবসায় মানবিকতার বিরল দৃষ্টান্ত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
দেশে পরিবহন খাতে যেখানে প্রতিযোগিতা ও মুনাফার হিসাবই প্রাধান্য পায়, সেখানে Emad Paribahan Pvt. Ltd. দেখিয়েছে এক ভিন্ন পথ। যা অনুকরণীয় হয়ে থাকবে অনন্তকাল। ব্যবসার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা ধারণ করে প্রতিষ্ঠানটি এবার বাস্তবায়ন করেছে এক অনুপ্রেরণামূলক উদ্যোগ—সেলস টার্গেট পূরণকারীদের জন্য ওমরাহ্ হজ্জ আদায়ের সুযোগ, যদি বিজয়ী মুসলিম ধর্মের না হয়ে অন্য কোন ধর্মের লোক হন তাহলে তাকে নগদ টাকা প্রদান করা হচ্ছে।
এ বছর অর্থাৎ ২০২৫ সালে সেই সৌভাগ্যবান ব্যক্তি হলেন পিরোজপুর জেলার চৌঠাইমহল কাউন্টারের পরিচালক মোঃ ফজলুর রহমান (বাচ্চু)। সে তাঁর মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে, কঠোর পরিশ্রম ও ঈমানি মনোভাবের স্বীকৃতি হিসেবে পবিত্র সৌদি আরবে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে ওমরা হজ্ব আদায়ের জন্য মনোনীত হয়েছেন। এটি শুধু একটি পুরস্কার নয়—বরং পরিশ্রম, সততা ও বিশ্বাসের প্রতি এক গভীর শ্রদ্ধা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম আলী খান,
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ,
এবং কোম্পানীর বিভিন্ন কর্মকর্তা ও ব্যবস্থাপকবৃন্দ। তাদের মিলিত উপস্থিতি প্রমাণ করেছে—একটি সফল প্রতিষ্ঠানের আসল শক্তি হলো ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও নৈতিক দায়িত্ববোধ।
বিদেশে অবস্থানরত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান শেখ শুভেচ্ছা বার্তা পাঠান মুখপাত্র হুমায়ুন কবিরের মাধ্যমে। তিনি বলেন, “ব্যবসা একটি হালাল প্রক্রিয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিজেও ব্যবসা করতেন। আমরা এই হালাল উপার্জনের মাধ্যমে শুধু ইহকাল নয়, পরকালেও সফলতা কামনা করি। ইসলামে হজ্জের গুরুত্ব অপরিসীম—এটি ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। হজ্ব মানুষকে গোনাহ্ মুক্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাকওয়া অর্জনের সর্বোত্তম উপায়। তাই আমরা আমাদের কর্মীদের এই সুযোগ দিয়ে শুধু পুরস্কৃত করছি না, বরং তাদের আত্মিক উন্নতির পথও উন্মুক্ত করছি। ইতিমধ্যে কোম্পানীর কয়েকজন কর্মকর্তাকে হজ্জ করিয়ে আনার তৌফিক মহান আল্লাহ পাক আমাদের দিয়েছেন, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ইমাদ পরিবহনের এই উদ্ভাবনী ও মানবিক উদ্যোগ প্রমাণ করে—ব্যবসা শুধু টাকার লেনদেন নয়; এটি মানুষের প্রেরণা, বিশ্বাস ও নৈতিকতার এক মহৎ যাত্রা। সমাজে এমন উদাহরণ যত বাড়বে, ততই বৃদ্ধি পাবে কর্মে অনুপ্রেরণা ও নৈতিকতার আলো।
ইমাদ পরিবহন—একটি নাম, যা এখন মানবিকতা, ঈমান ও প্রেরণার প্রতীক।
Leave a Reply