কোটালীপাড়ায় অবৈধ শর্ট লাইট ধ্বংস, আটক ২
রিকি শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি :
কোটালীপাড়ায় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে আজ, মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) সাদুল্লাপুরে অভিযান চালিয়েছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।
অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ইলেকট্রিক শর্ট লাইটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ এর উপস্থিতিতে ক্ষতিকর শর্ট লাইট দুটি জনসম্মুখে ধ্বংস করা হয়।
আটককৃত দুই ব্যক্তির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার দিকটি বিবেচনা করে মানবিক কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়। তবে, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এ বিষয় মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
Leave a Reply