মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ৩১ দফা প্রচারপত্র বিতরণ ও গণমিছিল
মোঃ মঈনুল ইসলাম শুভ ঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে গণমিছিল ও ৩১ দফা প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ননীক্ষীর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা প্রচারপত্র বিলি উপলক্ষে এ গণমিছিল বের করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেন। এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে জনমত গঠনের অংশ হিসেবে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে গণমিছিল ও প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে।
গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি মুন্নু মুন্সি, যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিনা, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি নির্মল শিকদার ও সুধীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ, ননীক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নূরু নবীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মুকসুদপুরের মহিশতলী বাজার থেকে শুরু হওয়া গণমিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর-কাশিয়ানীর খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে ৩১ দফার পক্ষে জনমত গঠনে আমরা মাঠে নেমেছি। আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং সেলিমুজ্জামান সেলিম ভাইকে জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধি হিসেবে দেখতে পাওয়া।”
#
Leave a Reply