কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না জাল ধ্বংস
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ বিনষ্টকারী নিষিদ্ধ চায়না দূয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ জালগুলো ধ্বংস করেন উপজেলা প্রশাসন। এর আগে ৬ নং কুশলা ইউনিয়নের বিভিন্ন খাল-বিল থেকে ১৩টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন গ্রাম পুলিশগণ। যাহার বাজার মূল্য ৩৯ হাজার টাকা বলে জানিয়েছেন – উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। পরে তার নির্দেশ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় আটককৃত জালগুলো
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গ্রাম পুলিশ সহ গণমাধ্যকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply