ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার
মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগদিরামপুর এলাকায় বিপুল পরিমাণ গাঁজার চালান পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবাড়ি এলাকার খলিলের ঘরের সামনে একাধিক বাগান থেকে গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ পাঢা গাঁজা পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, আশপাশের বাগান ও ঝোপঝাড়ে আরও গাঁজা লুকিয়ে রাখা থাকতে পারে।
এলাকাবাসীর দাবি, ঘটনার খবর দুই ঘণ্টা আগে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে পুরো ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
Leave a Reply